রাণীনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সম্বনয় সভা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩; সময়: ১:০৫ অপরাহ্ণ |
রাণীনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সম্বনয় সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সম্বনয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন সভায় জানান,আগামী ১০ জানুয়ারী রাণীনগর খট্রেশ্বর ইউনিয়ন থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত পরিচয়পত্র বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে ঘোষিত দিন অনুযায়ী বিতরণ করা হবে। গত ২০০৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ভোটার হিসেবে অর্ন্তভুক্ত ব্যক্তিরায় শুধুমাত্র এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। উপজেলা জুরে প্রায় একলক্ষ ৩৩হাজার জনকে এই পরিচয়পত্র প্রদান করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ,উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মামুনাল হক,মৎস্য কর্মকর্তা শিল্পী রায়,খট্রেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী,বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, রাণীনগর প্রেস ক্লাব সভাপতি ওহেদুল ইসলাম মিলন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল বারিক মোল্লা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে