বাগমারায় বিনা মূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩; সময়: ১১:৩১ অপরাহ্ণ |
বাগমারায় বিনা মূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবির এবং পাঁচ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্যোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুঠোফোনের মাধ্যমে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশিষ্ট সমাজ সেবক ও মৎস্য ব্যবসায়ী জাবের আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, তরুণ সমাজ সেবক জাহিদ হাসান আকাশ প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসান আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, , ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

চিকিৎসা সেবা ক্যাম্প থেকে বিনামূল্যে ডায়াবেটিক, প্রেসার, চোখের ছানি অপারেশন, চশমা ও ঔষধপত্র দেয়া হয়। তিনজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে