ঈশ্বরদীতে দুই ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে দুই ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান ও মুলাডুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথার বাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাসের বিরুদ্ধে।

বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের পর এ ভাঙচুরের ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীরা।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শেষে বিরাট মিছিল নিয়ে শহরের পোষ্ট অফিস মোড়ে সমবেত হই আমরা। ঠিক এই সময় আমার কাছে খবর আসে যে দোলন বিশ্বাসের (স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের পুত্র) নেতৃত্বে আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আমাদের দোকানে ভাঙচুর চালানো হয়েছে এবং দোকানের ক্যাশবাক্স লুট করা হয়েছে।

এদিকে মুলাডুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবার কিছুক্ষণ পর জানতে পারি আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয় সাংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথার ছেলে মিজান মালিথাসহ আরও অনেকে এই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিলেন বলে দাবি করেন বাপ্পি মালিথা।

অভিযুক্ত সাংসদের ছেলে দোলন বিশ্বাস এই ঘটনার সাথে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, মূলত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খলা ছেলেরা সিনিয়ার নেতাদের পেছন থেকে ধাক্কা দিলে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনা থেকেই ছাত্রলীগেরই বিভিন্ন গ্রুপ এই ভাঙচুর চালিয়ে থাকতে পারে। আমি ঘটনার সময় বাসায় ছিলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘বিকালে ছাত্রলীগের অনুষ্ঠানে গোলযোগের খবর পেয়েছি, ভাঙচুরের বিষয়েও শুনেছি, তবে এখন পর্যন্ত এবিষয় নিয়ে কোন অভিযোগ পুলিশের হাতে আসেনি। অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যাবস্থা নেবো।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে