নাটোরে চোরাই ইজিবাইক সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩; সময়: ১২:৫২ অপরাহ্ণ |
নাটোরে চোরাই ইজিবাইক সহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে যাত্রিবেশে ইজিবাইক ছিনতাই ঘটনার সাথে জড়িত তিনজনকে চোরাই ইজিবাইক সহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যার পর শহরের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গুরুদাসপুর উপজেলার কোলাকান্তিনগর গ্রামের আবুল কালামের ছেলে আশরাফ আলী (৩২), একই গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে আল-আমিন (২২) ও সদর উপজেলার অর্জুনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমি (৩০)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ জানুয়ারি সকালে ইজিবাইক চালক আমিনুল ইসলাম সিহাব (১৯) তার ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে সিংড়া থানাধীন ধুলিয়াডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সংঘবদ্ধ চোরচক্রের কতিপয় সদস্য উক্ত ইজিবাইকটি ধুলিয়াডাঙ্গা বাজার হতে বড়াইগ্রাম উপজেলার জোয়ারী বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। পথিমধ্যে চালক শিহাবকে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত জুস পান করালে সে অজ্ঞান হয়ে যায়।

এসময় চালককে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। পরে এবিষয়ে অভিযোগ হলে র‌্যাব-৫ এর একটি দল গোয়েন্দা তথ্রের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর শহরের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যব কর্মকর্তারা জানান, এঘটনায় ইজিবাইক চালক ইনসান মোল্লা বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলৈা রুজু করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে