নন্দীগ্রামে শিশিরে ভিজে পাকা সড়কে কাদার দুর্ভোগ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩; সময়: ৬:৫৫ অপরাহ্ণ |
নন্দীগ্রামে শিশিরে ভিজে পাকা সড়কে কাদার দুর্ভোগ

অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামের গ্রামীন পাকা সড়কে কাদা জমে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ বিভিন্ন যানবাহন চালকেরা। গত কয়েকদিন ধরে রাতে ঘন কুয়াশার সাথে শিশির পড়ে ভিজে যাচ্ছে রাস্তা। এতে গ্রামীন পাকা সড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দূর্ঘটনার শিকার হচ্ছে ছোট-বড় যানবাহন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পরেই নন্দীগ্রামে পুকুর খনন ও মাটি বিক্রির ধুম পরে যায়। মাটির গাড়িগুলো গ্রামীন এই পাকা সড়কে চলাচল করে। সে সময় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে মাটি। পরবর্তীতে সামান্য পানি পেলেই পাকা সড়কেও কাদার সৃষ্টি হয়। গত কয়েকদিন খুব বেশি শিশির পড়ার কারণে রাস্তায় কাদা জমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা বেশি বিপাকে পড়েছেন।

সরেজমিনে বুধবার সকালে নন্দীগ্রাম-শেরপুর পাকা সড়কে গিয়ে দেখা গেছে, আবুল খায়ের কোম্পানি বগুড়া এরিয়ার এসিস্ট্যান্ট ম্যানেজার হাসানুর রহমান মোটরসাইকেল দূর্ঘটনায় কবলিত হয়ে রাস্তার পাশে পড়ে আছে। উদ্ধার করার পর তিনি জানান, দেখলেনতো ভাই গাড়ি খুব গতিতে ছিলেনা। তার পরেও ছিটকে পরলাম। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। পাকা সড়কের কাদার সৃষ্টি হয়েছে। শুধু আমি না বিভিন্ন যানবাহনের চালকরা দূর্ঘটনার ঝুঁকি নিয়েই এই রাস্তায় চলাচল করছে।

শেরপুরগামী মোটরসাইকেল চালক মানিক হোসেন বলেন, আমার প্রায় প্রতিদিন শেরপুর যেতে হয়। এ রাস্তায় কাদার কারণে মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শুনেছি কেউ কেউ পড়ে যাচ্ছে।

ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, পাকা সড়কে কাদো হওয়ায় গাড়ি চালান খুব রিকস হছে। যে কোন সময় চাকা ছিলিপ কাটতে পারে। নিয়োর পরে রাস্তার যে অবস্থা হছে, বৃষ্টি হলে আরো কি যে হবে?

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির ব্যাপারে উপজেলা প্রসাশন কঠোর অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কয়েকজনের জেল জরিমানা করা হয়েছে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে