বড়াইগ্রামে জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
বড়াইগ্রামে জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সোনালী ব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এর আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক ম্যানেজার শওকত আলী হায়দারের সভাপতিত্বে আয়োজত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও মারিয়াম খাতুন। জনসচেতনতা বৃদ্ধিমূলক বক্তৃতা ও প্রজেক্টোর উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক উত্তম কুমার বিশ্বাস, সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ব্যাংকার মারজান আলী, সহকারী অধ্যাপক আতিকুর রহমান মৃধা, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে