তানোরে জাতীয় সমাজসেবা দিবসে হুইল চেয়ার ও ভাতা পেলো প্রতিবন্ধীরা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ৬:১১ অপরাহ্ণ |
তানোরে জাতীয় সমাজসেবা দিবসে হুইল চেয়ার ও ভাতা পেলো প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং স্মার্ট কার্ড ও ভাতা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

তানোর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর তানোর অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খানের উপস্থাপানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি ও রাজশাহী জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন।

তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ১০ জনকে কম্বল, ৫ জনকে স্মার্ট কার্ড ও ২০ জনকে ১হাজার টাকা করে বিশেষ ভাতা প্রদান করা হয।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে