গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে পালিত হয়েছে ২৪ তম জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে গুরুদাসপুর উপেজলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে গুরুদাসপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এসময় উপজেলার ও উপজেলা এনডিপির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে