ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়- এ প্রতিপাদ্যকে নিয়ে পাবনার ঈশ্বরদীতে ।

সোমবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপেজলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আব্দুস সালাম খাঁন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সানোয়ার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী সৈয়দ জামাল,
বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের নারী প্রতিনিধি কাকলী বেগম প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে