সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ |
সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে জৈন উদ্দিন (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশে এ ঘটনা ঘটে।

নিহত জৈন উদ্দিন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।

জানা যায়, বিকেল ৪টায় উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশ দিয়ে চারজনের একটি দল ভারতে লাকড়ি সংগ্রহের জন্য প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন দৌড়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ভারতীয়দের গুলিতে সীমান্ত এলাকায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আমাদের আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে