নওগাঁয় বিএনপির গণ-মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২; সময়: ১:৫৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ নেতৃবৃন্দের মুক্তি এবং আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফার দাবিতে নওগাঁয় বিএনপি গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের বিভিন্ন এলাকা থেকে গণ-মিছিল বের করে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড় হয় নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ, জেলা বিনএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ প্রমুখ।
গণ-মিছিল ও সমাবেশ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠণসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।