ভারতে চালু হচ্ছে নাকে দেওয়া করোনার টিকা

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২; সময়: ১:৫৮ অপরাহ্ণ |
ভারতে চালু হচ্ছে নাকে দেওয়া করোনার টিকা

পদ্মাটাইমস ডেস্ক : চীনে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় ব্যাপক সতর্ক অবস্থানে ভারত। শুক্রবার থেকে ভারতে ইন্ট্রা-ন্যাজাল (নাকে দেওয়া করোনার টিকা) চালু হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার।

ভারত বায়োটেকের ইনকোভ্যাক নামের টিকা শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ বছরের বেশি বয়সের মানুষজনকে দেওয়া হবে।

এদিকে ভারতের লোকজনকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে মাস্ক পরারও পরামর্শ দিয়েছন।

চীনে করোনার নতুন বৃদ্ধিতে বিএফ.৭ ভ্যারিয়্যান্টের প্রাধান্যের কথা জানা গেছে। এটি নতুন কোনো ভ্যারিয়্যান্ট নয়, ওমিক্রন বিএ.৫-এর পার্শ্বভ্যারিয়্যান্ট। ভারতে এ পর্যন্ত চারজনের এই বিএফ.৭ শনাক্ত হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমতির দিকেই রয়েছে। ১৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে করোনায় ভারতের ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে