গুরুদাসপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২; সময়: ১:০৯ pm |
গুরুদাসপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুুর : নাটোরের গুরুদাসপুর গরীব,দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো.শামীম আহম্মেদ।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক মো.শামীম আহম্মেদের আগমনে গুরুদাসপুর পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। পরে গুরুদাসপুর পৌরসভা পরিদর্শন শেষে পৌরসভার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল হান্নান মন্ডল ও পৌরসভার সকল কর্মকর্তাগণ।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলাকার গরীব,দুস্থ্য ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে