ইউপি সদস্যসহ তিন মাদক কারবারী আটক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২; সময়: ৬:৩১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ইউপি সদস্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে কচুয়া থানার এসআই হাবিবুর রহমান ও সুদীপ্ত শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার কান্দিরপাড় গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মেহেদী হাসান, পাড়াগাঁও গ্রামের অলিউল্যাহ মাষ্টারের ছেলে ও গোহট দক্ষিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ ও চাংপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহাগ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।