মহাদেবপুরে মিনিট্রাকসহ গরুচোর আটক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২; সময়: ৪:৪২ pm |
মহাদেবপুরে মিনিট্রাকসহ গরুচোর আটক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে সিঁধ কেটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মিনিট্রাকসহ এক গরু চোরকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর গ্রামে।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে খাজুর গ্রামের মোশারফের ছেলে বানী ইসরাইলের বাড়ীর পাকা গোয়াল ঘরের ইটের প্রাচীরে সিঁধ কেটে দুইটি গাভীসহ একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। বিষয়টি জানতে পেরে বাড়ীর লোকজন চেঁচামেচি শুরু করলে লোকজন জড় হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী গোয়ালকুড়ি এলাকায় গরুগুলোকে একটি মিনি ট্রাকে উঠানোর সময় ধামইরহাট উপজেলার দেবীপুর পূর্বপাড়া গ্রামের আজাহারের ছেলে গোলাপ ওরফে বাবুকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ বাবুকে আটক করে ও মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত গরুচোর বাবুকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য চোরদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে