যুদ্ধ জয় পর্যন্ত ইউক্রেনের সঙ্গে আছি : জেলেনস্কিকে বাইডেন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২; সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ |
যুদ্ধ জয় পর্যন্ত ইউক্রেনের সঙ্গে আছি : জেলেনস্কিকে বাইডেন

পদ্মাটাইমস ডেস্ক : আবারও ইউক্রেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যুদ্ধ জয় করতে যতদিন লাগে, ততোদিন আমরা আপনার সঙ্গে আছি।’ তিনি বলেন, আমেরিকার সবাই জানে রাশিয়াকে থামানোটা কেন জরুরি। খবর বিবিসির।

বাইডেন-জেলেনস্কি দুজনই যৌথ সংবাদ সম্মেলন শেষে যুদ্ধের অবসান চান বলে বিবৃতি দেন। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। এই যুদ্ধ এখনই থেমে যেতে পারতো, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ইচ্ছা থাকতো। তিনি যদি তার সেনাদের বলতে পারতেন, তোমরা ফিরে আসো তাহলে এই যুদ্ধ আজই থেমে যাবে।’ কিন্তু এমনটা ঘটবে না উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাহলে এখন কী হবে?’ পরে তিনি নিজেই বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে জেতানোর জন্য সাহায্য করে যাবে।’

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এত দুর্ভোগের জন্য হামলাকারীরা (রাশিয়া) ইতিমধ্যেই দায়ী। যুদ্ধের মধ্য দিয়ে শান্তি আসতে পারে না। এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’ শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি রাশিয়াকে আহ্বান জানাতে পারেন না বলেও উল্লেখ করেন জেলেনস্কি।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের পৌঁছেই জো বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে পৌঁছান তিনি।

এ সময় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জনগণ, প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসকে তাদের ‘অত্যন্ত প্রয়োজনীয় সমর্থনের জন্য’ ধন্যবাদ জানাতে ওয়াশিংটনে গিয়েছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন হামলা শুরু করার পর এটাই জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে