রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২; সময়: ১০:১৩ পূর্বাহ্ণ |
রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

পদ্মাটাইমস ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই যুবক রাতে প্রাইভেট কার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে ওপরে উঠানোর সময় নিহত দুই যুবক রেল লাইনের ওপর হাটা-হাটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় তারা নিহত হয়।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে