আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও ফরেনসিক ল্যাবে পরিদর্শন করেন আইজিপি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও ফরেনসিক ল্যাবে পরিদর্শন করেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক : আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম সিএন্ডবির মোড়ে আরএমপি’র সদরদপ্তরে অবস্থিত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের (সিসি টিভি) মাধ্যমে মহানগরীর নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরিদর্শনকালে আইজিপি আরএমপি’র পুলিশ কমিশনারের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুলিশ কমিশনার আইজিপিকে “মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ” বই উপহার দেন।

পরবর্তীতে আইজিপি আরএমপি সদরদপ্তর পরিদর্শন করেন এবং রাজশাহীস্থ অন্যান্য পুলিশ ইউনিট ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে