তানোরে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ 

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
তানোরে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ 

সাইদ সাজু, তানোর : বাংলাদেশে দূর্ভিক্ষ হওয়ার কথা যারা বলছে তারা এ্যামেরিকার দোসর, আর কখনোই বাংলাদেশে দূর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই, কারন বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের খাদ্য উৎপাদন করতে জানে। বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করেছে। তাই দেশ বিরোধীরা দূর্ভিক্ষ হওয়ার কথা বলে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মধ্যে বিনা মুল্যে হাজার হাজার কোটি টাকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষি উপকরণ প্রদান করে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করতে হবে।

বুধবার সকালে তানোর উপজেলা অডিটরিয়ামে তানোর উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর ও তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আ’ লীগ সাবেক সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের কৃষি প্রনোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।

তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলার ৭ টি ইউপি ও ২ টি পৌর সভার সাড়ে ১১ হাজার কৃষক কৃষি প্রনোদনা পাচ্ছেন। এর মধ্যে ৭ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও সাড়ে ৪ হাজার কৃষককে ৫ উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে