মোহনপুরে এসডিজির টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ৪:৪১ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : আত্নশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারেনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিজির টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে ভিশন ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাকশিমইল ইউনিয়ন পরিষদ এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আনেসুর রহমান।
প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিশ্বাস, সাবেক জেলা পরিষদ সদস্য রাবেয়া খাতুন, সীমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, শাহাজাহান আলী, দি হাঙ্গার প্রজেক্ট জয়নাল আবেদীন, ইউনিয়ন সমন্বয়কারী জুয়েল রানাসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।