পত্নীতলায় পাঁচ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
পত্নীতলায় পাঁচ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর বাজার এলাকা হতে ৫ জন ভূয়া চিকিৎসক কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর বাজার এলাকা অভিযান পরিচালনা করে।

এসময় রেজিস্ট্রেশন বিহীন ভূয়া ডাক্তার উপজেলার পুঁইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরামপুর গ্রামের ভক্তভূষন সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) নজিপুর পুরাতন বাজার এলাকার শহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার হোসেন (২৯) কে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, তারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারে নাই। তারা চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তারা সবাই মেডিকেল দোকান চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন। এসব বিভিন্ন অপরাধে তাদের আটক করেছে। পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ ওসি পলাশ চন্দ্র দেব বলেন তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে