নাটোর শহর থেকে হেরোইনসহ ২ জন আটক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ৪:২৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে বড়গাছা এলাকা থেকে হেরোইনসহ মোস্তাকিম হোসেন মুন্না ও শাহাদৎ আলী দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২-এর সদস্যরা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা ঈদগাহ মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় ঈদগাহ মাঠের পাশে অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযান চলাকালে সেখানে মাদক বেচাকেনা চলছিল। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করলে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়ে স্বীকার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।