কম্বলের নিচে আটকে শিশুর মৃত্যু
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ২:০৭ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে দমবন্ধ হয়ে হাফিজা আক্তার নামের (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।
হাফিজা আক্তার ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুমের মধ্যে হাফিজাকে রেখে তা বাবা বাইরের কাজে ও মা রান্নার কাজে যায়। রান্না শেষে হাফিজার মা ঘরে গিয়ে দেখেন হাফিজা কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাহাগিলি ইউনিয়নের সদস্য বাবুল হোসেন বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, এখন পর্যন্ত খবর পাইনি।