বাংলাদেশকে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ১:৫৭ অপরাহ্ণ |
বাংলাদেশকে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা

পদ্মাটাইমস ডেস্ক : কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম ও স্নায়ু জমাট বাঁধানো ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার খরা কাটাল লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপ চলার সময় ছাড়াও কাপ জয়ের পরও বাংলাদেশি ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা।

রোববার নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন লিখেছে, ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সুন্দর সমর্থনের জন্য কেরালা, ভারত, পাকিস্তানকেও ধন্যবাদ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি জয়ে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে বয়ে গেছে আনন্দের জোয়ার। গভীর রাতে রাস্তায় হয়েছে মিছিল। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এ উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত।

বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ভিডিও শেয়ার করেছে ফিফা। এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ধন্যবাদও অর্জন করলো বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা।

এর আগে, ২০১৪ সালে জার্মানির বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়া লাতিন আমেরিকার এ দলটি ১৯৮৬ সাল থেকে গতকালের আগ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে