জিমেইলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ |
জিমেইলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বের জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলে এলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। গুগল সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের সমস্ত এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা আগামী বছরের ২০ জানুয়ারি থেকে জি-মেইল ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন বেটাতে সাইন আপ করার জন্য আবেদন জানাতে পারবেন।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের বার্তা আরও বেশি সুরক্ষিত থাকবে। ই-মেইলের গোপনীয়তা ও নিরাপত্তার দিকটি আরও পাকাপোক্ত তথা মজবুত হবে।আপাতত পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি চালু করা হচ্ছে।

অর্থাৎ, ফিচারটি বর্তমানে বেটা ভার্সনে উপলব্ধ। শুধুমাত্র গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাস, এডুকেশন স্ট্যান্ডার্ড ইউজাররা জিমেইল ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন পরীক্ষামূলকভাবে ব্যবহার করার জন্য আবেদন জানাতে পারবেন।

গুগল একটি সাম্প্রতিক ব্লগ পোস্টে ঘোষণা করেছে যে, তাদের সমস্ত এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত জি-মেইল ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন বেটাতে সাইন আপ করার জন্য আবেদন জানাতে পারবেন।

এই পরিষেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, জি-মেইলে যে দুই পক্ষের মধ্যে মেসেজের আদানপ্রদান হচ্ছে, তারা ছাড়া অন্য কেউ এই কথোপকথন দেখার সুযোগ পাবে না, এমনকি গুগলও নয়।

অর্থাৎ সোজা কথায় বললে, জি-মেইলে থাকা ইউজারদের যাবতীয় ডেটা এবং অ্যাটাচমেন্ট সম্পূর্ণভাবে যেকোনো থার্ড-পার্টি এবং গুগলের নাগালের বাইরে থাকবে। ফলে যেহেতু আড়িপাতার কোনো সুযোগই নেই, তাই একদম নিরাপদ তথা সুরক্ষিত থাকবে ইউজারদের যাবতীয় গোপন তথ্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে