কখন আসবে মেসিরা, অপেক্ষায় আর্জেন্টাইনরা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
কখন আসবে মেসিরা, অপেক্ষায় আর্জেন্টাইনরা

পদ্মাটাইমস ডেস্ক : লিওনেল মেসি এবং তার সতীর্থরা ফুটবলের সবচেয়ে লোভনীয় পুরস্কার নিয়ে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়েছেন। লাখ লাখ আর্জেন্টাইন চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।

বিশ্বকাপ জেতার পর রাজধানী বুয়েনস আয়ারসে এবং সারাদেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করতে পেরেছেন এই আনন্দে আনন্দিত আর্জেন্টাইনরা।

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮৯ হাজার দর্শক সরাসরি ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। আর বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ ছিল টিভি পর্দায়। অতিরিক্ত খেলায়ও ফল না আসায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। মেষ পর্যন্ত কপাল খোলে মেসিদের।

সাড়ে চার কোটি আর্জেন্টাইন মেসিদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। বুয়েনস আয়ারসের শিক্ষক ভেরোনিকা সিলভা বলেন, অবশ্যই, আমরা সবাই এটির জন্য অপেক্ষা করছি। এটা কয়েকদিন চলবে। এটা এখন শুরু হয়েছে এবং আরও বেশি দিন চলবে।’

৬৩ বছর বয়সী ক্লিনার রোসা রদ্রিগেজ বলেন, ‘অবশ্যই আমরা খেলোয়াড়দের দেখার জন্য বেশি অপেক্ষা করতে পারি না। এটিভাল দল যারা আমাদের গর্বিত করেছে। তারা যখন আসবে তখন সবচেয়ে বড় উদযাপন হবে।’

ফাইনালে ফরাসিদের বিপক্ষে দারুণ জয়ের পর স্টেডিয়ামে ব্যাপক উদযাপনে মেতে উঠে পুরো আর্জেন্টাইন শিবির। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ে যান মেসি-ডি মারিয়ারা।

সেখানে পৌঁছে রাতের খাবার খেয়ে আর কাল বিলম্ব করেনি দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। এর পরপরই তারা উড়াল দেন দেশের উদ্দেশ্যে। স্থানীয় সময় সোমবার রাতে আর্জেন্টিনায় পৌঁছতে পারেন মেসিরা।

তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো দেশ। এরই মধ্যে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে