দূর্গাপুর কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিলের ইন্তেকাল

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২; সময়: ৮:০৪ পূর্বাহ্ণ |
দূর্গাপুর কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিল উদ্দিন প্রামানিক ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ((ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার দুই ছেলে সন্তান, স্ত্রী এবং তার মাসহ অসংখ্য আত্নীয়সজন রেখে গেলেন তিনি। তার বড় ছেলে সেনাবাহিনীর লে: কর্ণেল পদে কর্মরত রয়েছেন।

মরহুম হাবিলের ছোট ভাই কিসমতগনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক আলীফ আলী জানান, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন তিনি।কিডনি ড্যামেজ হয়ে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ছিলেন ও বর্তমান কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, মরহুমের প্রথম জানাজার নামাজ বেলা ১২ টার দিকে তাহেরপুর কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ নিজ গ্রাম কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টার দিকে অনুষ্ঠিত হইবে।

জানাজা শেষে কয়ামাজমপুর তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট। এছাড়া মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেক্লাবের সকল সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে