ইবিতে পথনাটক ‘একটি অবাস্তব গল্প’ প্রদর্শিত
নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়ের ‘একটি অবাস্তব গল্প’ পথনাটক প্রদর্শিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) উদ্যোগে ক্যাম্পাসের ডায়না চত্তরে এ পথনাটকটি প্রদর্শিত হয়।
নাটকটিতে দেখা যায়, শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে উচ্চারিত এক কণ্ঠস্বর। এই নাটকের প্রধান চরিত্র ক-মন্ডল একজন পাটকল শ্রমিক। তার বাড়িতে অসুস্থ বাবা। এদিকে দুইমাস ধরে কারখানার শ্রমিকদের বেতন বন্ধ। এরপর ক-মন্ডলেরা আন্দোলনে নামলে কারখানার মালিক কারখানা বন্ধের ঘোষণা দেয়।
অভুক্ত শ্বশুর ও বাচ্চাদের কথা ভেবে ক-মন্ডলের স্ত্রী পাশের বাড়ি থেকে চাল চুরি করে। ক-মন্ডল এটা কখনোই মেনে নিতে পারেনি। বউকে শাসানোর এক পর্যায়ে গলা চেপে ধরলে মৃত্যু হয় ক-মন্ডলের বউয়ের। হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। আর তাতেই ফাঁসির রায় হয় ক-মন্ডলের।
বিথির সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদ এর নির্দেশনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সূচনা ত্রিপুরা,তাফান্নুম ওয়াহিদ নোভা, আবির হোসেন আদনান, মোবারক হোসেন আশিক, লোকমান হোসেন শাকিল, শাহরিয়ার প্রিন্স, সোহরাব হোসেন, মাহবুব হোসেন, তাওহীদ তালুকদার ও অন্যান্য।
এসময়, বিশ্ববিদ্যলয় থিয়েটারের উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজজামান ও ফলিত পুষ্টি ও খাদ্য বিভাগের ল্যাব সহকারী গাউসুল আজম রিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।