কচুয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২; সময়: ২:২১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক,কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ৫২ পিচ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কচুয়া থানার এসআই আব্দুল সামাদ ও নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে তল্লাসি করে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার করইশ গ্রামের আব্দুল বাসারের ছেলে ওমর ফারুক ও একই উপজেলার কোয়া চাঁদপুর গ্রামের কবির মিয়ার ছেলে আলমাছ মিয়া।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।