জেসিআই রাজশাহীর আয়োজনে বিজয় দিবস কনসার্ট

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ৮:১৮ অপরাহ্ণ |
জেসিআই রাজশাহীর আয়োজনে বিজয় দিবস কনসার্ট

নিজস্ব প্রতিবেদক : জেসিআই রাজশাহীর আয়োজনে বিজয় দিবস কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই ডিসেম্বর রাজশাহী লালনশাহ মুক্তমঞ্চে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), রাজশাহী চ্যাপ্টার এর উদ্যোগে আয়োজিত হয় বিজয় দিবস কনসার্ট ২০২২।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও জেসিআই সম্পর্কে ধারনা দেন জেসিআই রাজশাহী চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল্লাহ শাওন। এর পরেই ব্যান্ড ত্রিমাত্রিক সঙ্গীত পরিবেশন করেন। এর পর সংগীত পরিবেশন করে রাজশাহীর ব্যান্ড লালন।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিলো রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড ও ম্যাক্রোম্যান সলিউশন। ফুড পার্টনার হিসাবে ছিলো পিজা টং এবং নর্থ বার্গ রেস্টুরেন্ট। আয়োজনে স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসাবে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টার সোসাইটি।

বিকাল তিনটা থেকে শুরু হওয়া কনসার্ট সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এবং সকলের জন্য উন্মুক্ত ছিলো। এ সময় সুরের মূর্ছনায় মেতে উঠেন অসংখ্য মানুষ। কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছিলো লালন শাহ মুক্তমঞ্চ।

জেসিআই রাজশাহীর এই আয়োজনে আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, মুক্ত ও নির্মল বিনোদন মাধ্যম হিসাবে এই ওপেন এয়ার কনসার্টটি তাদের কাছে খুবই উপভোগ্য ছিলো।

জেসিআই রাজশাহী বিজয় দিবস ২০২২ উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানগুলো হলো বিজয় দিবস গ্র‍্যান্ড র‍্যালী, আর্ট এক্সিবিশন অন ইয়ুথ সেলিব্রেটিং ভিক্টরি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যান ক্লাব বনাম আর্জেন্টিনা ফ্যান ক্লাব ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ লাইভ স্ক্রিনিং ইত্যাদি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে