নন্দীগ্রামে স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ৮:০৩ অপরাহ্ণ |
নন্দীগ্রামে স্কুলে স্কুলে যাচ্ছে নতুন বই

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : আর মাত্র কয়েক দিন পর আসছে নতুন বছর। বছরের শুরুতেই নতুন বই হাতে পাবে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার শিক্ষার্থীরা। এ উপজেলার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়ার জন্য বিদ্যালয় গুলোর চাহিদা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উপজেলা শিক্ষা অফিস থেকে বিতরণ শুরু হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষরা ভ্যান ও অটোভ্যানে করে বইগুলো তাদের স্কুলে নিয়ে যাচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ৩৫ টি কেজি স্কুল রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ১৪ হাজার ও কেজি স্কুলে রয়েছে প্রায় ৫ হাজার। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে শুরু করেছে নতুন বই। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই এখনও আসেনি উপজেলা শিক্ষা অফিসে। এছাড়া মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সব বই না আসায় তাদের বইগুলো দুই এক দিন পর স্কুলে স্কুলে দেওয়া হবে বলে জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, এবার বই উৎসবের মাধ্যমে আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেব। ১ম ও ২য় শ্রেণির বই পাওয়া যায়নি। বাকি বইগুলো পেয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে। আশা করছি দুই এক দিনের মধ্যেই ১ম ও ২য় শ্রেণির বই পাব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহদৎ হোসেন বলেন, আমরা এখনও স্কুলে স্কুলে বই দেওয়া শুরু করিনি। দুই এক দিনের মধ্যেই বই দেওয়া হবে। সব বই এখনও অফিসে আসেনি। এজন্যই একটু দেরি হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে