রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেপ্তার
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ৭:৫৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেও রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শনিবার দিনগত রাতে উপজেলার আতাইকুলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের অহির খাঁ ওরফে ঘাটুর ছেলে মিলন খাঁ (৪২) ও ইদ্রিস খাঁ (৫০) কে গ্রেপ্তার করা হয়।
গত ২০১০ইং সালের একটি মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি মাসের ৫তারিখে আদালত ইদ্রিস আলীকে এক বছর ও মিলন খাঁ কে চার মাসের সাজা প্রদান করেন। সাজার পর থেকে তারা পলাতক ছিল। অপর দিকে আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বাবু আলী(৪৫)কে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বাবু উপজেলার ধোপাপাড়া গ্রামের লছির আলীর ছেলে।