দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ১:০৩ অপরাহ্ণ |
দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

পদ্মাটাইমস ডেস্ক : উত্তর কোরিয়া সমুদ্রের কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, রোববার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টংচাং-রি এলাকা থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। খবর আল-জাজিরার।

আল-জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো দেশের উপর দিয়ে উত্তর কোরিয়ার জলসীমার দিকে উড়ে গেছে। ৫০ মিনিটের ব্যবধানে এগুলো ছোড়া হয়েছিল। তবে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাতে জাপানের সম্প্রচারকারী এনএইচকে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে অবতরণ করেছে।

পিয়ংইয়ং একটি ‘হাই-থ্রাস্ট সলিড-ফুয়েল মোটর’ ইঞ্জিন পরীক্ষা করার তিনদিন পর এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে