তানোরে বিজয় দিবসের অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ১২:০৮ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিজয় দিবসের পৃথক ২টি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেছেন তানোর পৌর মেয়র ইমরুল হক।
শনিবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার আকচা বানিয়া পাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলায় আয়োজন করা হয়।
উক্ত খেলায অংশ গ্রহন কারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার তুলে দেন তানোর পৌর মেয়র ও তানোর পৌর আ’ লীগ সভাপতি ইমরুল হক।
অপর দিকে জিওল যুব সংঘের উদ্যোগে বিজয়ী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন তিনি।
এসময় বিষেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্জুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আরব আলী প্রমুখ।
এসময় পৃথক দুটি অনুষ্ঠানে গ্রামের নারী পুরুষসহ সকল শ্রেনী যুবক ও শিশুদের উপচে পড়া ভীড় ছিল।