চা-পাতায় ভেজাল আছে কি না বুঝুন এই পরীক্ষায়

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
চা-পাতায় ভেজাল আছে কি না বুঝুন এই পরীক্ষায়

পদ্মাটাইমস ডেস্ক : চায়ের প্রতি বাঙালির অন্যরকম ভালোবাসা। সকালে চায়ের কাপে চুমুক না দিলে দিনই শুরু হয় না অনেকের। কেবল বাঙালি নয়, বিশ্বের বহু দেশের মানুষ এই পানীয়টি পছন্দ করেন। কেউ কেউ দিনে ৪-৫ কাপ চা না খেলে স্বস্তি পান না।

তবে আপনি যে চা পান করছেন তার হয়ত কোনো পুষ্টিগুণ নেই। কারণ এর পাতায় মেশানো রয়েছে ভেজাল। তাই, বিশেষজ্ঞরা খাওয়ার আগে চা-পাতা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

প্রতিনিয়ত খাদ্যে ভেজাল বাড়ছে। নিত্যদিন যে চা পান করেন তাতেও ভেজাল থাকে। চা-পাতায় ভেজাল শনাক্ত করার সহজ একটি ঘরোয়া উপায় আছে। চলুন সেটি জেনে নেওয়া যাক-

প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প চা-পাতা ছড়িয়ে নিন। এরপর চা-পাতা ও পেপারের ওপর অল্প পানি ছিটান। এবার ফিল্টার পেপারটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন।

আলোর সামনে ভেজা কাগজটি ধরে পেপারের দাগগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। চা-পাতা যদি ভেজালহীন হয় তবে ফিল্টার পেপারে কোনো দাগ দেখা যাবে না। আর যদি এতে ভেজাল থাকে তবে কাগজের ওপর কালো বা বাদামী রঙের দাগ পড়বে।

এই পরীক্ষার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন চা-পাতা খাঁটি নাকি এতে ভেজাল আছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে