দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২; সময়: ৯:০১ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে ইউপির চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, কর্ণহার থানা অফিসার্স ইনচার্জ মো. ইসমাইল হোসেন।
উপস্থিত ছিলেন পবা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আলহাসান মুঞ্জিল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, শাহাদৎ হোসাইন সাগরসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।