বাগমারায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২; সময়: ৮:৩৪ অপরাহ্ণ |
বাগমারায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জক। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি সহ এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানিক ভাবে রবি মৌসুমের বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলার ১৬ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১১ হাজার কৃষককে হাইব্রিড জাতের ২ কেজি করে ধান বীজ, বোরো উফসি জাতের ধান বীজ ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে দেয়া হয়। তালিকাভুক্ত চাষীরা প্রতিজনকেত ১০ (দশ) কেজি ডিএপি, ও ১০ (দশ) কেজি এমওপি সার দেয়া হয়।

এদিকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের এআইএফ-২ এর আওতায় উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতির কাছে কৃষকদের জন্য সরকারী ৭০% সহায়তায় ৩টি পাওয়ার টিলার বিতারণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে