সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদারকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদারকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান এডভোকেট শামীম সরদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এডভোকেট শামীম সরদারের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।

এ সময় পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, রাজা হাসান,ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, স্থানীয় আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান এডভোকেট শামীম সরদার জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার পাশাপাশি আমি অতীতেও সুজানগর উপজেলা সহ পাবনা-২ নির্বাচনী এলাকার অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আগামীতেও এ জনপদের মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশআল্লাহ। আর এ জন্য পাবনা-২ নির্বাচনী এলাকার সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে