প্রতিবেশীর ছুরিকাঘাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
প্রতিবেশীর ছুরিকাঘাতে দুই ভাইয়ের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে জালাল উদ্দিন (৩০) ও তার ছোট ভাই কামাল হোসেনের (২৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার প্রতিবেশী।

আহতরা হলেন ইদ্রিস, বাদশা, সালাউদ্দিন ও রানা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ মোট চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে জালাল তাদের পার্শ্ববর্তী মাঠে গরু চড়াতে দিয়ে আসেন। কিছুক্ষণ পর সেখানে থেকে তিনি দেখেন তার গরুর গলার রশি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে রশিটি এবং খুঁটি গাড়ার মুগুর প্রতিবেশী শফিকুলের হাতে দেখতে পান। এরপর বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি এবং হাতাহাতি হয়।

এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে শফিকুল ও তার তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল একযোগে জালাল উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় জালালকে বাঁচাতে তার ভাই কামাল ও প্রতিবেশীরা এগিয়ে আসে। হামলার একপর্যায়ে জালাল ও কামাল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর পথেই মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা শফিকুল ও তার ছেলে খোরশেদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, গরুর রশি এবং মুগুর নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদকে আদালতে পাঠানো হবে।

এ ছাড়া শফিকুলের পলাতক দুই ছেলে মোরশেদ ও সাইফুলকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে