ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : ৬ দিনের ব্যবধানে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি আবার লাইনচ্যুত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১১ ডিসেম্বর বলাশপুর এলাকায় একই বগি লাইনচ্যুত হয়েছিল।

এদিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর রুটের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যুত হয়ে পড়েছে। ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে