আমি তো পাথর নই

প্রকাশিত: ১৪-১২-২০২২, সময়: ১৮:৩৭ |
Share This

আমি তো ব্যানার বা ভাস্কর নই
নই পাথুরে পাহাড় বা বালুময় মরুভূমি
নই স্তব্ধতা বা তিমির আঁধার রাত
আমি তো জীবন শ্রমিক; খেদমতে পৃথিবীর।

মৃত নই তো আমি
কথা শুনি কথা বলি
অনুভূতি আবেগ, আনন্দ বেদনা
সুখ দুঃখে ঘটে হৃদয়ে ক্ষরণ-
নিয়ম কানুন মেনে চলি
শ্রদ্ধা, প্রেম-প্রীতি ভালবাসা
অধিকার দিতে-নিতে ও বরণ।

আমার দেনা আছে বাংলায়-
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধার কাছে
ফুল পাখি আঁকাবাঁকা বয়ে চলা
নদীর স্রোতে-
কৃতজ্ঞতা আছে
দেশ গড়তে যাঁরা অবদান
রেখেছেন, তাঁদের কাছে-
দেশের আকাশ বাতাস তরুলতা
শস্য শ্যামল ঘাসে, দিন-বারমাসে।

আমার মাথায় আবার পোকায় ধরে-
যখন দেখি, সমাজের ব্যত্যয়
ভূখা মানুষের কান্না
অত্যাচারিদের উৎপীড়ন
কর্তা ব্যক্তিদের সাথে
পথভ্রষ্টদের আলিঙ্গন;
ঋতুর মত মানুষ বদলায়, এই বাংলায়।

লেখক:
মাহবুব দুলাল
কবি, সাংবাদিক ও কলামিস্ট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে