কচুয়ায় শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক আবুল বাসার

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২; সময়: ২:০৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
কচুয়ায় শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক আবুল বাসার

মাসুদ রানা,কচুয়া : শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন চাঁদপুরের কচুয়ার কৃষকরা। অনেক কৃষকই এখন এই পেশায় আগ্রহী হচ্ছেন শীতকালীন সবজির চাষের দিকে। আবহাওয়া অনুকূল ও তেমন রোগবালাই না থাকায় শীতের সবজি চাষে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। তেমনি কচুয়া উপজেলার পালাখাল গ্রামের এক সফল সবজি চাষি আবুল বাসার।

নিজের কোন জমি না থাকা সত্ত্বেও অন্যের ৫০ শতাংশ জমি ইজারা নিয়ে বাঁধাকপি, ফুলকপি, পালংশাক, লালশাক, বেগুন, মুলা, শসা, লাউ, শিম, বরবটি, টমেটো, কাঁকরোল সহ নানা শীতকালীন সবজি চাষ করে থাকেন। প্রতি বছরই তিনি জমি ইজারা নিয়ে সবজি চাষাবাদ করে আসছেন।

সরেজমিনে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কৃষক আবুল বাসারের বিস্তীর্ন সবজি ক্ষেতে গিয়ে দেখা যায়, তিনি ও তার নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন সবজি গাছ পরিচর্যায় ব্যস্ত। শ্রমিক সংকট থাকায় অনেক সময় নিজেই জমির পরিচর্যা করেন। পাশাপাশি শ্রমিকদের সাথেও তিনি কাজ করেন। ৭০ হাজার টাকা ব্যয়ে তিনি ৫০ শতাংশ জমিতে সবজি আবাদ করেছেন তিনি।

সবজি চাষী আবুল বাসার জানান,বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজির বিক্রি খুব ভাল। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। শীতের আবহাওয়া শুরুর সাথে সাথেই সবজির চাষাবাদ শুরু করেন তিনি। এ বছর তিনি শীতকালীন সবজির চাষ করতে সার, কীটনাশক ও বীজে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। তবে গত এক মাসে শুধুমাত্র লাউ বিক্রি করেই খরচের অর্ধেক টাকা উঠে গেছে তার। তিনি জানান, এবছর শীতকালীন সবজি বিক্রি করে সব খরচ বাদ দিয়েও অনেক টাকা আয় করতে পারবেন বলেও জানান তিনি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল চন্দ্র সরকার জানান, কৃষকেরা শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো ইত্যাদি সবজি চাষ করে লাভবান হচ্ছেন। তেমনি একজন হচ্ছেন আদর্শ কৃষক আবুল বাসার। তিনি প্রতি বছর জমি ইজারা নিয়ে শীতকালীন সবজি চাষাবাদ করে থাকেন। চলতি মৌসুমে কৃষক আবুল বাসার সবজি বিক্রি করে অনেক টাকা আয় করছেন। তার মতো কেউ সবজি আবাদ করতে চাইলে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে