ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় গভীর নিম্নচাপে আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মানদৌস’ নিয়ে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপর ‘মানদৌস’ নিয়ে আর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

শনিবার (১০ ডিসেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় গভীর নিম্নচাপে আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ শনিবার দুপুর পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে