শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আটক ১

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এ নিয়ে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের এজিএম শয়ম কৃষ্ণ রায় বাদি হয়ে আটক আনারুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আজমতপুর বাগিচাপাড়া থেকে তাকে আটক করা হয়। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঊনিশবিঘি এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহক তাজাবুলের পৈত্রিক জমি স্থপিত একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়।

শুক্রবার দুপুরে আনারুলের বসতবাড়ি সংলগ্ন সাইদুর মাস্টারের হেয়ারিং সড়কের উপর ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর গ্রাহক তাজামুলের চুরি যাওয়া ট্রান্সফরমারের মামলামালসহ স্থানীয় জনতা আনারুলকে আটক করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ কেজি ওজনের একটি ট্রান্সফরমারের কোর, এইটি বুশিং ঢাকনা একটি ও ৩টি ইন্সুলেটর।

এ সময় থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সহযোগিতায় আটক ব্যক্তিকে থানায় আনা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আটক আনারুলকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে