রাজশাহী জেলা মহিলা পরিষদ শাখার উদ্যোগে রোকেয়া দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
রাজশাহী জেলা মহিলা পরিষদ শাখার উদ্যোগে রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ রোকেয়া দিবস। মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে ১৪২ তম মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী রোকেয়া দিবস উপলক্ষে বিকাল ৪.০০ টায় সাগরপাড়া পাড়া কমিটিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, কার্যকরী কমিটির সদস্য সাহানাজ পারভীন সাগরি, প্রমূখ।

এই সভায় বক্তারা বলেন নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন রোকেয়া। একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক ছিলেন তিনি।

বাংলার ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন রোকেয়া। কবিতা, প্রবন্ধ, উপন্যাস ছোটগল্প, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। সভাশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে