অপরিবর্তিত ব্রাজিল, ক্রোয়েশিয়ার ২ পরিবর্তন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৮:২০ অপরাহ্ণ |
খবর > খেলা
অপরিবর্তিত ব্রাজিল, ক্রোয়েশিয়ার ২ পরিবর্তন

পদ্মাটাইমস ডেস্ক : নকআউট পর্বের প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দেওয়া একাদশের ওপরই আস্থা রাখলেন ব্রাজিল কোচ তিতে। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা আলেক্স সান্দ্রো আছেন বেঞ্চে।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে নিতম্বে চোট পান সান্দ্রো। এরপর খেলতে পারেননি গ্রুপে ক্যামেরুন ও শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া ম্যাচ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ তিতে বলেছিলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে সান্দ্রোকে পাওয়ার সম্ভাবনা জোরাল নয়। তবে চোট কাটিয়ে ইউভেন্তুসের এই লেফট-ব্যাকের বেঞ্চে জায়গা করে নেওয়াও দলটির জন্য স্বস্তির।

ক্রোয়েশিয়া দলে দুটি বদল এনেছেন কোচ জ্লাতকো দালিচ। অসুস্থতা কাটিয়ে ফিরেছেন ডিফেন্ডার বোর্না সোসা আর ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের জায়গায় আছেন মিডফিল্ডার মারিও পাসালিচ।

ব্রাজিল একাদশ : আলিসন, এদের মিলিতাও, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া ও রিশার্লিসন

ক্রোয়েশিয়া: দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে