ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৭:৩৪ অপরাহ্ণ |
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল দশটায় উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

সমাজের বিভিন্ন অনিয়ম ও অসংগতিগুলো চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, ধামইরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, সরকারি এম এম কলেজের প্রভাষক এম এ হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে