পবায় বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৭:২২ অপরাহ্ণ |
পবায় বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় চলতি অর্থ-বছরে রাজশাহীর পবা উপজেলায় ৫টি ক্যাটাগরিতে সফল জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, সম্পাদক ও সাংবাদিক কাজী নাজমুল ইসলাম, নারীনেত্রী রহিমা বেগম।

উপস্থিত ছিলেন নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ২০২২-২০২৩ অর্থ-বছরে পবা উপজেলায় ৫টি ক্যাটাগরিতে সফল জয়িতা হলেন যারা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাজেদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সম্পা রায়, সফল জননী নারী রেহানা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নাসিরা বিবি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মেরিনা হাঁসদা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে