বাগমারায় বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
বাগমারায় বেগম রোকেয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বেগম রোকেয়া দিবস ২০২২ পালিত হয়েছে।

সেই সাথে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, সফল নারী জননী জেসমিন আরা ইতি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শায়লা আকতার লিজা, নির্যাতনের বিভীশিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্ষেত্রে কাজল রেখা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাইমা বিবি এবং সফল জননী নারী হিসেবে জেসমিন আরা ইতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে এবারের প্রতিপাদ্য হচ্ছে “ সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে