শিবগঞ্জে মেধাবী ২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৬:৫৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে মেধাবী দুই প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে ডেলটা মেডিকেল সেন্টার।
শুক্রবার দুপুরে পৌর এলাকার ডেলটা মেডিকেল সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করেন ২৫০ শষ্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।
এ সময় তিনি বলেন, আর্থিক সংকটের কারণে তাদের লেখাপড়া বন্ধ হবে না। ডেলটা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে তাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবো ইনশাল্লাহ।
প্রসঙ্গত, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী জিহাদ হাসান ও ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জেলায় তৃতীয় স্থান অধিকার করে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত সাহা।